- Psiphon: এই ফ্রি সফটওয়্যারটি ইন্সটল করে নিলে যে কোনো ব্লক করা সাইটে ঢোকা যাবে। সফটওয়্যারটি আপনার ব্যক্তিগত কম্পিউটারকে এনক্রিপ্টেড সার্ভারে রূপান্তরিত করবে, যা দিয়ে যে কোনো ওয়েবসাইটে আরামে ঢোকা যাবে। ভালো স্পিড। যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করে। হাইলি রেকমেন্ডেড।
- Tor: ফ্রি, যে কোনো অপারেটিং সিস্টেমে কাজ করে। রিভিউ বেশ ভালো।
নিচের সাইটগুলি থেকে কোনো ওয়েবপেজে গেলে আপনি থার্ডপার্টি প্রক্সি থেকে সেই পেজে ঢুকবেন। ধরা যাক আপনি বাংলাদেশ থেকে 'সচলায়তন' সাইটে ঢুকতে চান। সেক্ষেত্রে সাইটগুলি আপনাকে অন্য কোনো দেশের, যেমন আমেরিকার, প্রক্সি থেকে সাইট অ্যাকসেস দেবে।
নিচে আরেকটি তালিকা আছে।
ফায়ারফক্স এর জন্য এক্সেনশন
- SwitchProxy Tool: এই টুল ব্যবহার করে একাধিক প্রক্সি ব্যবহার ও প্রক্সি বদলানো যাবে।
- Google, Yahoo, MSN, Altavista প্রভৃতি সার্চ ইঞ্জিনের ট্রানস্লেশন সুবিধা ব্যবহার করে ব্লকড সাইট দেখা সম্ভব। যেমন, http://www.google.com/translate_t ওয়েবসাইটে প্রবেশ করে "Translate a Web Page" টেকস্টবক্সটিতে সাইটের অ্যাড্রেস দিয়ে সেই সাইটে ঢোকা সম্ভব। তবে কিছু ক্ষেত্রে এই সুবিধা কাজ করে না।
- ব্লগ সাইটের এটম, আরএসএস থেকে। যেমন, গুগলরিডার কিংবা এই ধরণের অন্য থার্ডপার্টি ওয়েব-বেসড এগ্রেগেটরে সাইট অ্যাড্রেস দিয়ে সব পোস্ট পড়া সম্ভব। এক্ষেত্রে মন্তব্য এবং অন্য কিছু সুবিধা অনুপস্থিত থাকবে।
- Anti Web Filter
- Back Fox
- BBScience
- Bored at School
- Browse at School
- Bypass browser
- Bypass it
- Cecid
- Cgi Proxy
- Clever Proxy
- Conceal Me
- Dark Proxy
- DejaceyDesire Proxy
- Direct Proxy
- Dtunnel
- Dzzt
- Famous 5
- Fly Proxy
- Free Proxy
- Free Proxy ServerFsurf
- Ghost Click
- Gouc
- Hide and go surf
- Hide your Info
- Hujiko
- Iam new guy
- Idoxy
- IP Bounce
- IP Bouncer
- IP Zap
- Let me By
- Lin Fox
- Modern Proxy
- Mr. Proxy
- My Proxy
- Neo Proxy
- Net Sack
- Ninja Proxy
- Peoples Proxy
- Perfect Shelter
- PHProxy
- Poxy
- Prime Proxy
- Pr0xyProxy 121
- Proxy 77
- Proxy Anon
- Proxy Craze
- Proxy Drop
- Proxy Gasp
- Proxy Hero
- Proxy LordProxy Mod
- Proxy Mouse
- Proxy Prince
- Proxy Snow
- Proxy Spy
- Proxy Surf
- Proxytastic
- ProxyzPrxxy
- Psurf
- Pure Privacy
- Radio Farda
- Safe for Work
- Safe Hazard
- Safe Surfer
- School BypasserSD9
- Secret Browse
- Smart Proxy
- Student Proxy
- Stupid Censorship
- Surf Anon
- Surf NamelessThe proxy
- The web tunnel
- TNT Proxy
- To Hide
- Total Upload
- Traceless
- Unblock This
- Unbloxy
- Url Encoded
- Virtual Browser
- VPN Tunnel
- W3 Proxy
- Website Proxy
- Wkccp
- World Wide Proxy
- Wootage
- Work Browse
- World Want
- Your Free Proxy
- Your Proxy
কোনো প্রক্সি ব্লক করা হলে, অন্য কথায় লিস্টে দেয়া কোনো সাইট বাংলাদেশ থেকে কাজ না করলে আমাকে জানান। আমি লিস্ট আপডেট করে দেবো।
1 comment:
দারুন কিছু তথ্য পেলাম।
Post a Comment